মোঃ হারুন অর রশিদ :রাজশাহীতে বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা,প্রেমের ফাঁদে ফেলে দুই প্রতারক কে আটক করেছে ডিবি পুলিশ।আটক ব্যক্তিরা হল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জাঙ্গলপাশা মধ্যপাড়া এলাকার আবদুল খানের ছেলে হাসান খান এবং জাঙ্গলপাশা মধ্যপাড়া এলাকার নুরমোহাম্মদ শেখের ছেলে মাহমুদ হাসান ওরফে বায়েজিদ।আজ পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে,গত ১৬ নভেম্বর রাজশাহী নিউ ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে প্রতারক নিজকে ঐ কলেজের শিক্ষক পরিচয় দিয়ে ফোনে বলে করোনা কালীন সময়ে সরকার বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে বলে জানায়।প্রতারক আরও বলে যে বিকাশ নম্বরে বৃত্তি দেয়া হবে সেই একাউন্টে ৫০ হাজার টাকা থাকতে হবে। ছাত্রীটি প্রতারণার বিষয়টি বুঝতে না পেরে তার অভিভাবকে বলে নিজ বিকাশ একাউন্টে ৫০ হাজার টাকা ক্যাশইন করেন।এরপর প্রতারক কৌশলে বিকাশের পিন নম্বর জেনে ঐ একাউন্ট থেকে ৫১ হাজার টাকা সরিয়ে নেয়।পরে ছাত্রীটি প্রতারণার বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশের দারস্হ হন।পরে পুলিশের পরামর্শে ভুক্তভোগীরা ছাত্রীটি অন্য নম্বর থেকে প্রতারকের সাথে প্রেমের অভিনয় শুরু করে।এক পর্যায়ে প্রতারক প্রেমের ফাঁদে ধরা দেয়।প্রায় ১২ দিন প্রেম প্রেম খেলার পর ছাত্রীটি প্রতারক কে তার সাথে দেখা করতে পারেন বলে।সেই ডাকে সাড়া দিয়ে গতকাল প্রতারক তার এক সঙ্গী সহ রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে আসে।এ সময় ওত পেতে থাকা ডিবি পুলিশ তাদের আটক করে।এ সময় তাদের কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়।আটক প্রতারক দ্বয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।পরে প্রতারক দ্বয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।