মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নারী দিয়ে পরিকল্পিত ভাবে ফাঁসিয়ে ভুয়া ডিবি ও ভুয়া সাংবাদিক পরিচয়ে অপহরণ,প্রাণনাশের হুমকি এবং চাঁদা আদায় চক্রের মূল হোতা সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। জানা গেছে,গতকাল (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে অগ্রণী ব্যাংক,চারঘাট শাখার এক কর্মকর্তা তার শাখার ম্যানেজারকে ফোন করে জরুরী ভিত্তিতে বেশ কিছু টাকা দিতে বলেন।ব্যাপারটি তার কাছে রহস্যজনক মনে হলে তিনি বিষয়টি ডিবি পুলিশকে জানান।তার দেয়া মৌখিক তথ্য পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম,কোর্টবাজার চৌরাস্তা সংলগ্ন প্রতারক চক্রের ভাড়া বাসার সামনে হতে ভুক্তভোগীকে আহত অবস্থায় উদ্ধার করে।ভুক্তভোগীর দেয়া তথ্য ও মহানগর পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক মহোদয়ের দিক নির্দেশনায়,ডিবি পুলিশের উপ-কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব রাকিবুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম প্রতারকদের নেয়া ভাড়া বাসার মালিককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন,প্রতারকরা এক মাস আগে বাসা ভাড়া নিলেও নিয়মিত বাসায় থাকতনা।এরপর ডিবির দলটি দিনব্যাপী অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা সহ চার জনকে আটক করে।আটককৃতরা হলো রাজশাহী জেলার চারঘাট উপজেলার সাবেক সেনা সদস্য মূল পরিকল্পনাকারী মোঃ মনোয়ার হোসেন (৩৬),পটুয়াখালী জেলার রাংগাবালী থানার মোঃ তুহিন সরকার (৩২).চারঘাট উপজেলার মোসাঃ সেলিনা আক্তার ওরফে সাথী (২৫) ও একই থানার মোঃ খাইরুল ইসলাম (২৬)। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় মৃল পরিকল্পনাকারী মোঃ মনোয়ার হোসেন,অপর প্রতারক চক্রের সদস্য সাথীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে গত ২৬/১/২০২১ তারিখে কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম নতুন পাড়ায় জনৈক রিয়াজুলের বাসা ভাড়া নেয়।পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাথী,ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তাকে প্রেমের ফাঁদে ফেলে গতকাল (২৫ ফেব্রুয়ারী) কৌশলে বাড়া বাসায় ডেকে নেয়।তারপর পাশের রুমে লুকিয়ে থাকা অপর প্রতারকদের সংকেত দিয়ে ডেকে নেয়।এরপর প্রতারক মনোয়ার নিজকে ডিবির উর্ধ্বতন কর্মকর্তা ও তুহিন নিজকে সাংবাদিক এবং প্রতারক খাইরুল নিজকে ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীকে গ্রেপ্তারের হুমকি দিয়ে হ্যান্ডকাফ পরিয়ে মাথায় নকল পিস্তল ঠেকিয়ে তার কাছে বড় অংকের টাকা দাবি করে। টাকা না দিলে কোর্টে চালান দেয়ার হুমকি দেয়।অপর প্রতারক নিজকে সাংবাদিক পরিচয় দিয়ে মেয়ে সহ পত্রিকায় তার ছবি সংবাদপত্রে প্রকাশের হুমকি দেয়।ভুক্তভোগী জীবন বাঁচাতে তার কাছে থাকা নগদ ২৬ হাজার টাকা ও তার নিজের মোবাইল থেকে নিজের পরিবার ও সহকর্মী ব্যাংক কর্মকর্তার নিকট হতে বিকাশের মাধ্যমে আরও ৪৪ হাজার টাকা প্রতারক দের একাউন্টে দেয়।পরে ডিবি পুলিশ বিকাশের সূত্র ধরে নগরীর বিভিন্ন এলাকা থেকে ওই চার প্রতারককে আটক করে।এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ,একটি নকল পিস্তল,নগদ ১৫৫০০ টাকা,বিদেশী মূদ্রা সহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।