বিডি ঢাকা ডেস্ক
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে ভাষা দিবস উপলক্ষে মতিহার থানার বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষে থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহিদদের শ্রদ্ধা জানানো হয়।
এসময় মতিহার থানা বিএনপি’র আহবায়ক মো: একরাম আলী, সদস্য সচিব আল-মামুন বাবু, যুগ্ন আহবায়ক সালাম মানিক জয়নাল, শফিকুর রহমানসহ অন্যন্য আহ্বায়কবৃন্দরাও উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন, মতিহার থানার উত্তরের আহবায়ক রফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ন আহবায়ক মিঠন আলী। মতিহার থানার সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, মো: রাসেল ইসলাম এবং মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সোহান।
এয়াড়াও উপস্থিত ছিলেন মতিহার থানার ছাত্রদলের সাবেক নেতা হালিমসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
এসময় পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও ভাষা শহিদদেও আত্নার মাগফিরাত কামনা কওে দোয়া ও মোনাজাত করা হয়।