বিডি ঢাকা অনলাইন ডেস্ক
আগামী ১৯ জুন রাজশাহীতে যুবলীগের বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগ এই প্রস্তুতি সভার আয়োজন করে।
পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন। প্রধান বক্তা ছিলেনÑ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার।
পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেনÑ কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার. জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তোতাসহ অন্যরা।
১৯ জুন রাজশাহী বিভাগীয় শান্তি সমাবেশ সফল করতে জেলার সকল যুবলীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জামায়াত-বিএনপি শেখ হাসিনার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে নেমেছে, এই ষড়যন্ত্র রুখে দিতে অতীতের মতো যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সজাগ থাকতে হবে। তারা বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ নেই, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে।