বিডি ঢাকা ডেস্ক
কনকনে শীত আর উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহী অঞ্চলের মানুষের জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, ডিসেম্বর মাসের শুরুতে তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছিল। তখন হিমেল হাওয়া ছিল না। দুই দিন থেকে উত্তর পশ্চিমের কনকনে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে তাপমাত্রা বেশি নিচে না নামলেও শীত বেশি অনুভূত হচ্ছে।
তিনি জানান, আকাশে হালকা মেঘ আছে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই। সামনের দিনগুলোতে শীত এমনই থাকবে, তাপমাত্রা খুব নিচে নামবে না। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকবে। দুপুরের দিকে সূর্য উঠবে।