রাজশাহী রয়্যাল’স ক্লাবের উদ্যোগে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের মাঝে সেলাই মেশিন প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন রয়্যাল’স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার হাসান কবির।
রবিবার বিকাল ৫টায় রয়্যাল’স ক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার হাসান কবির ২৫জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এদিন প্রায় ২০০জন দুস্থ ও সাধারণ মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি। ইফতারের পূর্বে দোয়া ও মোজাজাত করা হয়।
এর আগে, গত শনিবার বিকেল ৪টায় রাজশাহী মহানগরীর শিমলা পার্ক সংলগ্ন নুর জামে মসজিদে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে নিজ অর্থায়নে মসজিদের ওযুখানা ও বাথরুমের উদ্বোধন করেন তিনি।