মোঃ হারুন অর রশিদঃ রাজশাহীর কাটাখালীতে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ১৭ জনকে হত্যার অভিযোগে হানিফ পরিবহণের চালক আঃ রহিমকে আটক করেছে পুলিশ।আজ শনিবার (২৭ মার্চ) দুপুরে পুঠিয়া উপজেলার মাহিন্দ্র বাইপাস এলাকা থেকে তাকে আটক করে কাটাখালী থানা পুলিশ।আটক বাস চালক উপজেলার বাড়ইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম কুদ্দুস বলেন,১৭ জন নিহতের ঘটনায় শুক্রবার রাতে কাটাখালী থানার এসআই নুর মোহাম্মদ বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলায় ১৭ জনকে হত্যা ও কয়েকজন কে জখমের অভিযোগ আনা হয়েছে।নিহত ১৭ জনের লাশ আজ দুপুরে ডিএনএ পরীক্ষা ও ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ সময় নিহতের দাফনের জন্য প্রত্যেকের জন্য ১০ হাজার করে টাকা দেয়া হয় ও লাশ পৌঁছনোর ব্যবস্থা করা হয়।এদিকে সড়ক দুঘটনার বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলামকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।উল্লেখ্য গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রংপুর পীরগঞ্জের ১৭ জন নিহত হয়।