নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে আম বাগান থেকে অহেদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের খয়রা হাজরা পুকুর গ্রামের আম বাগানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবক খয়রা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন,স্হানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি আম বাগান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।ধারণা করা হচ্ছে,নিহত যুবক আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে ছিল। এক পর্যায়ে হয়তো দড়ি ছিড়ে নিচে পড়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।