নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন,সাবেক মেয়র ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ বুধবার নির্বাচনের আগের দিন সকালে নিজের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি তার নির্বাচনী অফিস ভেঙ্গে ফেলা, ব্যানার,ফেস্টুন খুলে ফেলা,বিলবোর্ড ভেঙ্গে ফেলা,কর্মীদের নামে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে হয়রানী করা এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করেও প্রতিকার না পাবার বিষয় উল্লেখ করেছেন।এছাড়াও সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার আয়োজন সম্পূর্ণ করা অভিযোগ তোলেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম। উল্লেখ্য যে, আগামীকাল (৭ অক্টোবর ) গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন।উপ নির্বাচনে আমিনুল ইসলামের ভোট বর্জনের ফলে এখন আর ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এরা হলেন,নৌকা প্রতীকের প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস,ডাবগাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মীনী জান্নাতুল ফেরদাউস ও বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।