আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার আসন্ন নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মতাদর্শী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন নতুন ও তরুণ নেতৃত্ব সুমন আলী প্রচার-প্রচারণা,গণসংযোগ ও জনপ্রিয়তায় অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে নিয়োগ বাণিজ্যে, খাস পুকুর ইজারা, উন্নয়নে ব্যর্থ ইত্যাদি কারণে বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু নির্বাচনী দৌড়ে অনেক পিছিয়ে রযেছে, বিজয় তো পরের কথা শক্ত প্রতিদন্দীতা গড়ে তোলায় তার জন্য বড় চ্যালেন্জ বলে মনে করা হচ্ছে।জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে মোট ভোটার ৯১৩ জন এবং গড়ে ৭৫০ জন ভোট প্রয়োগ করে থাকেন। এদিকে মাত্র ৯১৩ ভোটারের বিপরীতে কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৪ জন। এরা হলেন সুমন আলী প্রতিক (টেবিল ল্যাম্প), এমরান আলী (পানির বোতল), আবু বাক্কার (উট পাখি) ও মোহাম্মদ হোসেন মন্টু (পান্জাবি) প্রতিক প্রতিদন্দিতা করছেন, সেই হিসেবে গড়ে এক জন প্রার্থী মাত্র দুশ” ভোট পেলেই কাউন্সিলর। অন্যদিকে দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সুমন আলীর আত্মীয়- স্বজনই রয়েছে প্রায় দুইশ’র অধিক। ফলে এখানে এবার সুমনের বিজয় প্রায় নিশ্চিত বলে মনে করছে ওয়ার্ডবাসী। স্থানীয় সুত্রে জানা গেছে, কাউন্সিলর পদে নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক, পারিবারিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন সুমন সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে তিনি এগিয়ে রয়েছেন।