রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে ২০ হাজার ৪০০ লিটার সয়াবিন ও সরিষা তেল জব্দ করেছে পুলিশ। এরমধ্যে অধিকাংশই সয়াবিন তেল। ৩৭টি ড্রামে সাড়ে সাত হাজার লিটার সরিষা তেলও রয়েছে।
সোমবার রাত সোয়া ৮টার দিকে জেলা পুলিশ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ এসব তেল জব্দ করেছে। এসময় দোকান মালিক তাহেরপুর বাজারের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে শহিদুল ইসলাম স্বপনকে (৪২) বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ১০১টি ড্রামে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল মজুদ ছিল। এরমধ্যে অধিকাংশ ড্রামেই ছিল সয়াবিন তেল। ৩৭টি ড্রামে সরিষা তেল ছিল। মজুদদার তেলের দাম বাড়বে বলে মজুদ করেছিলেন। তিনি কোনো বৈধ ডিলার না। মজুদের কোনো কাগজপত্রও দেখাতে পারেননি।
তিনি জানান, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে। জব্দ তেলের বিষয়ে আদালত সিদ্ধান্ত দেবেন। মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।