রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

রাজশাহী জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করলেন পুলিশ সুপার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী জেলায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ সেপ্টেম্বর, ২০২৪ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করলেন রাজশাহীর পুলিশ সুপার মো আনিসুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ লাইন্সের ড্রিলশেডে রাত ২টায় ফলাফল প্রকাশ করা হয়।

রাজশাহী জেলার ৭৬টি শূন্যপদের বিপরীতে বিদ্যমান কনস্টেবল নিয়োগবিধি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী জেলার নিয়োগ বোর্ডে সভাপতি রাজশাহীর পুলিশ সুপার মো: আনিসুজ্জামান  এবং আরও দুই সদস্য যথাক্রমে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এছাড়া তাঁরা জেলা পুলিশের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, আজকের যাঁরা কনস্টেবল হিসেবে নিয়োগের জন্য চূড়ান্তভাবে মনোনীত হলেন তারা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে দেশমাতৃকার সেবা করার ব্রতী হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করবেন। যারা নিয়োগ পেলেন তাদের অধিকাংশ হতদরিদ্র পরিবার থেকে এসে এই চাকরি পাবার গৌরব অর্জন করেছেন।

তিনি আরও বলেন, একটি কৃষক পরিবার থেকে যজন দুই ভাই চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এই নিয়োগের সব পর্যায়ে আমরা সর্বোচ্চ সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি।

উল্লেখ্য, রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৭৬ টি শূন্যপদের বিপরীতে ৭৬২২ জন পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬২০১ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিকাল এনডিউরেন্স টেস্ট-এ অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৭২২ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ লাভ করেন। লিখিত পরীক্ষায় ২৪৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। রাজশাহী জেলার টিআরসি নিয়োগ বোর্ড কর্তৃক ৭৬ জন পরীক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়। এর মধ্যে নারী ১৬ জন এবং ৬০ পুরুষ।

ফলাফল প্রকাশের সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com