বিডি ঢাকা অনলাইন ডেস্ক
ঢাকার জেলার আশুলিয়া এলাকা হতে ৪৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাব জানায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ৪৭ লাখ মূল্যমানের ৪৭৭ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, ০৫ টি মোবাইল এবং ২৭,০০০/- টাকাসহ নিম্নোক্ত ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাটপাড়া গ্রামের ইমদাদুলের ছেলে রাজেস শাহ (৪৪), সেলিম রেজা স্বর্ণকার (৪২), একই গ্রামের বদর আলীর ছেলে হানিফ (২৮), ও গাজিপুরের মোছাঃ সাহিদা (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা গোদাগাড়ী থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আশুলিয়াসহ রাজধানীর নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। গ্রেপ্তারকৃত আসামীদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।