শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

কঠোর লকডাউনের ৭ম দিনে গোমস্তাপুরে বেড়েছে মানুষের আনাগোনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৩৮ বার পঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের হার সারাদেশে ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে।তাই সরকার প্রথম দফায় কঠোর লকডাউন ঘোষণা করে। সকল অফিস-আদালত, যানবাহন,দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়।করোনা সংক্রমণ বাড়তে থাকায় সরকার চলমান লকডাউনকে ১৪ জুলাই পর্যন্ত বর্ধিত করেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রথম দিকে সকলকে বিধিনিষেধ মেনে চলতে দেখা গেছে। বুধবার ( ০৭জুলাই)সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে,বর্তমানে বিধিনিষেধ মেনে চলার প্রবনতা কম ‌।উপজেলার বিভিন্ন স্থানে অনেক যানবাহন চলতে দেখা যাচ্ছে। বেশিরভাগ দোকানপাট খোলা রেখে পণ্য বিক্রি করছে। রাস্তায় জনসমাগম বৃদ্ধি পেয়েছে।সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক পড়ার প্রবণতা কম।করোনাভাইরাস দ্রুত গতিতে যে হারে বেড়ে যাচ্ছে। তাতে করে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানা ও সরকারের সকল বিধিনিষেধ ঠিকমত না মানলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে বিশিষ্টজনদের মতে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলিপ কুমার দাস জানান, লকডাউনে সকল বিধিনিষেধ মেনে চলতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে। জনগনকে সচেতন করতে তারা সবসময় চেষ্টা করে যাচ্ছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বলেন, আসন্ন কোরবানির ঈদ ও এ অঞ্চলের প্রধান অর্থকারী ফল আম ব্যবসা। সেটাকে মাথায় রেখে চলমান লকডাউন সফল করতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আনসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হচ্ছে।উল্লেখ্য,করোনার ২য় ধাপে ৬ জুলাই পর্যন্ত এ উপজেলায় ৪২১ জন রোগী সনাক্ত হয়েছে ও মৃত্যু বরণ করেছে ৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com