নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন।এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ২ জন ও করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন এবং নওগাঁর ১ জন রয়েছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর রামেক হাসপাতালে এক দিনে প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি। মৃতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ। যাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং আরেক জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।এদিকে ১০৪ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ৫১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪ জন। এই একদিনে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।