মো.হারুন অর রশিদঃ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ও বাকীরা করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ১ জন মহিলা।আজ সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকদের ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।তিনি বলেন,গতকাল শনিবার সকাল ৬ টা থেকে আজ রবিবার সকাল ৬ টার মধ্যে তারা মারা যান।এদের মধ্যে রাজশাহীর ২ জন,চাঁপাইনবাবগঞ্জের ৬ জন,নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন ও কুষ্টিয়ার ১ জন রয়েছে।পরিচালকদের আরও বলেন,গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ জন।হাসপাতালে বতর্মানে ২৭১ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ২৯৪ জন।বাড়তি রোগীদের অতিরিক্ত বেড ও সিলিণ্ডার অক্সিজেন দিয়ে চিকিৎসা চলছে।নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ২৭ জন,চাঁপাইনবাবগঞ্জের ৭ জন,নাটোরের ৩ জন ও নওগাঁর ৫ জন রয়েছে।