নিজস্ব সংবাদ দাতা, চাঁপাই নবাবগঞ্জ : চাঁপাই নবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার রাণীহাটি বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক অভিযান চালিয়েছে শিবগঞ্জ থানা পুলিশ। সাধরন মানুষকে সামাজিক দুরত্ব বজায় এবং করোনা ভাইরাস রোধে সাধারণ মানুষের করনীয় বিষয় সম্পর্কে সচেতনতা করেন শিবগঞ্জ থানা পুলিশ আরও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশের সকল সদস্য বিন্দুরা
এসময় তারা দোকানীদের পন্য বিক্রয় এবং মাক্স, হ্যান্ড গ্লোপস হ্যান্ডসেনেটাইজান ব্যবহারের নির্দেশ দেন। এবং দোকানের পণ্য সামগ্রী সঠিক মূল্য বিক্রয় করার নির্দেশ দেন বেশি মূল্যে বিক্রয় করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’
আর সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বেড় হতে নিষেধ করেন। সাধরন মানুষকে মাক্স ব্যবহার করবার নির্দেশ প্রদান করেন এবং অতি প্রয়োজন ছাড়া ঘড়ে থেকে বাহিরে বেড় হতে নিষেধ করেন। যেখানে সেখানে গোল মিটিং করবেন না।
সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস রোধে সকল ব্যবস্থা এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিজ ঘড়ে অবস্থান করুন এবং থানা পুলিশ কে সহযোগিতা করুন।।