রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন বিভাগের শিক্ষার্থী মাহমুদ হিমেলকে কিভাবে ট্রাকটি চাপা দিয়েছিল সেই ঘটনার বর্ণনা দিয়েছেন তার সঙ্গে থাকা বন্ধু রায়হান প্রামানিক। রায়হান প্রামানিক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তার দেয়া ভাষ্যমতে, মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে খাবারের দোকানে বসে রাতের খাবার খাচ্ছিলেন। রায়হান প্রামাণিকের খাওয়া একটু তাড়াতাড়ি শেষ হয়। খাওয়া শেষে সে মোটরসাইকেল নিয়ে একবার হবিবুর রহমান মাঠের পাশ থেকে ঘুরে আসেন। পরে হিমেলের খাওয়া শেষ হওয়ার পর হিমেল রায়হান প্রামানিক ও তার নিজের দুইজনের টাকা পরিশোধ করেন দোকানদারের কাছে।
হিমেল দোকানদারকে টাকা পরিশোধ করার পর রায়হান প্রামাণিককে জানান, বুথ থেকে তার কিছু টাকা তোলার প্রয়োজন। এজন্য মোটরসাইকেল নিয়ে রায়হান প্রামানিককে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে বুথে টাকা তোলার জন্য রওনা হন হিমেল। মোটরসাইকেল স্টার্ট দিয়ে তারা সামনের রাস্তা দিয়ে প্রধান ফটকের দিকে যাওয়া শুরু করেন। তবে জিয়া হল ও হবিবুর রহমান হলের মাঝখানের সেই রাস্তার পাশে থাকা ট্রাকটিকে দেখতে পেরে তারা একটু দাঁড়ান। ট্রাকটি হঠাৎ পাশ থেকে টার্ন নিয়েই তাদের ওপর তুলে দেয়। পাশে ছিটকে পড়ে যান রায়হান প্রামানিক। আর ট্রাকটি মোটরসাইকেলসহ হিমেলের উপর দিয়ে চলে যায়। ভেঙ্গে চুরমার হয়ে যায় পুরো মোটরসাইকেল ও হিমেলের দেহ থেকে মাথাটি ছিন্নভিন্ন হয়ে যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রায়হান প্রামাণিকের দাবি, ট্রাকচালক সতর্ক থাকলে এই দুর্ঘটনাটি ঘটতো না।