বিডি ঢাকা ডেস্ক
ডিউটি অবস্থায় আজান পড়ে গেলে রাস্তায়ই কোনোরকম ইফতার সেরে নেন দায়িত্বরত ট্রাফিক পুলিশরা। তারা বলেন, তাদের ইফতারের চেয়ে মানুষ যেন সহজে সময়মতো বাসায় পৌঁছাতে পারে সেদিকে গুরুত্ব থাকে বেশি।
বাসায় পরিবার থাকলেও দায়িত্ব পালনে আসতে হয় ট্রাফিক সিগনালে। ডিউটি বিকালে থাকলে ইফতার রাস্তায়ই করতে হয়।
তারা আরো বলেন, অফিস ছুটি হলে মানুষকে যেন ইফতারের আগে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারেন এটিই থাকে তাদের মূল উদ্দেশ্য। ৫ টায় অফিস ছুটি হলেও প্রায় রাত ১০ টা পর্যন্ত রাস্তায় থাকে অতিরিক্ত চাপ।
অন্যান্য সময় অফিস ছুটির সময় ভিন্ন ভিন্ন হলেও, রোজায় সব অফিস একসাথে ছুটি হয়। তাই রাস্তায় চাপ থাকে কয়েকগুণ বেশি।
কাজের ফাঁকেই তাড়াহুড়ো করে ইফতার করে নেন তারা। সাধারণ জনগণ যেন তাদের পরিবারের সাথে ইফতার করতে পারে, সুস্থভাবে বাসায় পৌঁছাতে পারে সেজন্যই তাদের এই ত্যাগ। তাই, প্রশাসন ও সাধারণ জনগণের উচিত তাদের দায়িত্ব পালনে সহযোগী ভুমিকা পালন করা।