বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদের অফিস কক্ষে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট এ সভার আয়োজন করে।
জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেনÑ সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ আশিক আহমেদ ফারুক, সদস্য সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সদস্য আবু সুফিয়ান, সদস্য আমির হোসেন, সদস্য মো. মাহমুদুর রহমান রোমান, সদস্য আব্দুর রাকিব ও ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমান।
সভায় আগামী ৮ মে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।