বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট সোমবার সকাল ৯টায় জেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করে। পরে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আশিক আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুত পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রেড ক্রিসেন্টের কর্মী আব্দুল হালিম। পবিত্র গীতা পাঠ করেন বিপাশা সাহা।
বক্তব্য দেন- রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সহসভাপতি সৈয়দ হাসান মাহমুদ সান্টু, সদস্য আবু সুফিয়ান, সদস্য আব্দুর রাকিব, জেলা ইউনিট লেবেল অফিসার মাহমুদুর রহমানসহ অন্যরা।
একই অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান মনোনীত হওয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার আয়োজন করার জন্য জেলা রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্টকে আরো বেগবান করতে হবে এবং জেলার তৃণমূল পর্যায়ে এটির কার্যক্রম ছড়িয়ে দিতে হতে হবে। এছাড়া জেলা সদরে নিজস্ব ভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের কার্যক্রম যেন চালু করতে পারে সে ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
একই সঙ্গে দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহযোগিতা করারও আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।