বিডি ঢাকা ডেস্ক
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তিনজন। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় একটি মোটরসাইকেলের গতি রোধ করে ১৩২ বোতল ফেনিসিডিলসহ মো.
জনি ইসলাম (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জনি জেলার শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা রজু করা হয়েছে।
অপর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ এক ব্যক্তির একটি মোটরসাইকেল হারিয়ে গেলে খোঁজাখুঁজি করে না পাওয়ার পর সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। বিষয়টি জানার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র্যাবের একটি দল
অভিযানে নামে। গত মঙ্গলবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ দেওয়ান জাইগীর এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর গ্রামের মো. ইব্রাহিম আলী ফিটুর ছেলে মো. বিপ্লব আলী (২৬) ও চর হাসানপুর গ্রামের মো. মাইনুল ইসলামের ছেলে মো. রায়হান (২১)। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।