চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২য় পর্যায়ে আরও ৩০০ ভূমিহীন-গৃহহীন পরিবার পাঁকা বাড়ি পেয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এসব বাড়ি উপহার দেয়া হয়। রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব গৃহ হস্তাস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলায় প্রথম পর্যায়ে ৭৩৭টি বাড়ি প্রদান করা হয়। রোববার দ্বিতীয় পর্যায়ে আরও ৩০০ মিলে মোট ১ হাজার ৩৭টি বাড়ি প্রদান করা হলো।
উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে গৃহহীনদের নিকট জমির দলিল তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..