বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। মঙ্গলবার সকালে উপজেলার মনাকষা চৌকা এলাকার আতাউর রহমানের তুলার দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ সকাল সাড়ে ৯টার দিকে দোকানের মধ্য থেকে ধোয়া দেখতে পায় এলাকাবাসী। এ সময় দোকান মালিককে খবর দেয়া হয়। পরে আগুনের লেলিহান বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শাহীন আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে ইউপি চেয়ারম্যান প্রতিবেদন দিলে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। একই সঙ্গে সরকারিভাবে ক্ষতিগ্রস্থ মালিককে সহায়তা করা হবে।