বিডি ঢাকা অনলাইন ডেস্ক
পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’’ এই প্রতিপাদ্যে- সারা দেশের ন্যায় শিবগঞ্জেও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার(১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এবং ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ। স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।