বিডি ঢাকা অনলাইন ডেস্ক
উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রণজিৎ চন্দ্র সিংহ ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররমসহ অন্যরা। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোকপাত করা হয়।