বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গেস্খফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর মাইঠাপাড়ার মোঃ জেন্টু অলী মিয়ার ছেলে মোঃ রানা ইসলাম(২১)।
শুক্রবার গভীর রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী
উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩ এর ৭ ধারা, প্রসেস নং ১৭/২২, তারিখ ০৩/০৪/২০২২ মোতাবেক আসামী মোঃ রানা ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।