বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক হায়দারীর বাসভবন সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস
চেয়ারম্যান শহিদুল হক হায়দারীর তত্ত্বাবধানে ২৬ অক্টোবর বিকালে কানসাট পুরাতন ব্রীজ সংলগ্ন কলাবাড়ির নিজ বাসভবনের সামনে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলার প্রথমার্ধে চকদৌলতপুর আব্দুল মান্নান ক্রিকেট ক্লাব ব্যাট করে। ৬ ওভার বল খেলে ৩৭ রান সংগ্রহ করে। জবাবে শিকারপুর দক্ষিণ পাড়া ক্রিকেট দল ৩৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ৬ ওভারে ১৪ রান সংগ্রহ করে।
খেলায় ২৪ রানে চকদৌলতপুর আব্দুল মান্নান ক্রিকেট দল জয়লাভ করে। এ টুর্নামেন্টে ৩২ টি দল নক আউট ভিত্তিক এই টূর্ণামেন্টে অংশগ্রহণ করবে বলে খেলা পরিচালনা কমিটি জানান।
শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী এবং মোবারকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।