বিডি ঢাকা অনলাইন ডেস্ক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক, ৭ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ¯েœহধন্য প্রয়াত জননেতা ডা. মঈন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার শিবগঞ্জ উপজেলার মনাকষায় মরহুমের নিজ বাসভবনে খতমে কোরআন ও কবর জিয়ারত করা হয়। বাদ জুম্মা মরহুমের কবর জিয়ারত করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জাকির আহমেদ মিতু ও সোহেল আহমেদ পলাশসহ পরিবারের অন্যান্য সদস্যরা।