বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও উপজেলা প্রশাসন-সোনালী ব্যাংকের যৌথ সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক পিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাদিকুল ইসলাম। এতে মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোতাহার হোসেন। কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাদ্দাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খানসহ অন্যরা। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা- জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।