বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কানসাটে হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান ২৬৭তম জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক হোমিওপ্যাথি দিবস পালন করা হয়।
১০এপ্রিল সকল ১১টার সময় কানসাট মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে হোমি চিকিৎসক কল্যাণ সমিতি কানসাট এর আয়োজনে সমিতির সভাপতি ডা.জান মুহাম্মদ সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শামিম উদ্দীন বুলেট,ডা.নাসির উদ্দীন,ডা.সারওয়ার ডা.আজিজুল হক প্রমূখ
উল্লেখ্য :হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান ১০ এপ্রিল ১৭৫৫ – ২ জুলাই ১৮৪৩) জার্মানির একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। হ্যানিম্যান ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন।১৭৫৫ সনে জার্মানীর অন্তর্গত স্যাকস্যানী প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে জন্ম গ্রহণ করেছিলেন।১৮৪৩ সালে প্যারিসেই মৃত্যুবরণ করেন।