বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারোরশিয়া এলাকায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দুটি ইটভাটা থেকে অবৈধভাবে চালু রাখার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তার মধ্যে আরপি ব্রিকস নামের একটিকে ৫০ হাজার টাকা ও বাটা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ও পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
অভিযানে র্যাব, আনসার সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশগ্রহণ করেন।
মো. আবু সাঈদ জানান, বৃহস্পতিবার অবৈধভাবে আরপি ব্রিকস ও বাটা ব্রিকস নামের দুটি ভাটায় ইট তৈরি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ভাটা দুটিতে অভিযান চালানো হয়। অভিযানে আরপি ব্রিকসকে ৫০ হাজার টাকা ও বাটা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে ভাটা দুটির ইট পোড়ার চেম্বারে পানি ঢেলে ইট পোড়ানো বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি অংশবিশেষ গুঁড়িয়ে দেওয়া হয়।
আগামীতেও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।