বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষ রোপণসহ নানা আয়োজন ছিল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর তৃতীয় দিনে বুধবার শিবগঞ্জ উপজেলা বিএনপি নানা কর্মসূচি পালন করে।
সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার পিঠালিতলা গ্রামের জিয়া ক্যানেলে শতাধিক ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা রোপণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি অধ্যাপক মোহা. শাজাহান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আশরাফুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব তসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, য্গ্মু আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমন, যুবদলের সিনিয়র য্গ্মু আহ্বায়ক আলী আহমেদ বাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহেদুর রহমান, য্গ্মু আহ্বায়ক শামশুজ্জোহা বিদ্যুৎ, য্গ্মু আহ্বায়ক জাহিদ বিশ্বাস, কৃষক দলের সভাপতি আলহাজ কবির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র য্গ্মু আহ্বায়ক বারিউল ইসলাম তুষার, সাবেক সদস্য সচিব মোখলেশুর রহমান, সাবেক য্গ্মু আহ্বায়ক সারওয়ার জাহান সুজনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একই দিন বিকেল ৩টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ম্যাচে শিবগঞ্জ উপজেলা বিএনপি ও শিবগঞ্জ পৌর বিএনপি ফুটবল দল অংশগ্রহণ করে। এছাড়া সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠাননের আয়োজন করা হয়।