বিডি ঢাকা ডট কম নিউজঃ
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৌরি মীরজাফর দুর্গামন্দির, লাওঘাটা হিন্দুপাড়া সার্বজনীন দুর্গামন্দির, পীরগাছা শিবতলা দুর্গামন্দির, চককীর্তির চাঁদপুর বাজারপাড়া আদি দুর্গামন্দির, চাঁদপুর কুমারপাড়া দুর্গামন্দির, বসন্তপুর ঘোষপাড়া দুর্গামন্দির, মোবারকপুরের নামোটিকরী সার্বজনীন দুর্গামন্দির, লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গামন্দির ও দাইপুখুরিয়ার
কাশিয়াবাড়ি দুর্গামন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। সোমবার রাতে তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১০টি পুজামন্ডপে ২০ হাজার টাকা করে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মন্ডল ও দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজাসহ পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।