বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জিকে ফাউন্ডেশন ও উপজেলা জাতীয় পার্টির পৃথক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় জিকে ফাউন্ডেশন আয়োজিত এতিম, অসচ্ছলসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মানে পৌর এলাকার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বেনজির আলী, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা বিশিষ্ট সমাজসেবক আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলার।
অন্যদিকে একই সময় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পৌর এলাকার একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আফজাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেনÑ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডা. কামরুল হোদা নওশাদ। বিশেষ অতিথি ছিলেনÑ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক সহসভাপতি আসগর আলী ও নাচোল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফজলুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন।
পরে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।