বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফ্রিডম স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৩ জেলার সোনামসজিদ রংধনু পার্কে এই শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। ফিডম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সজিব আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত শিক্ষাসফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: জুবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম ও প্রতিষ্ঠান সভাপতি মো: নাজির হোসেন। সকাল ৯ টায় শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন শিক্ষা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ ছাড়াও এক পর্যায়ে স্টেজ মাতিয়ে তোলেন সরকারি কর্মকর্তারাও। অনুষ্ঠান শেষে মেধা অন্বেষণ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করায় অফা সিদ্দিকার হাতে ল্যাপটপ তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও দ্বিতীয় স্থান অধিকার করায় মো: শাকিল আমজাদ এর হাতে ট্যাব এবং তৃতীয় স্থান অধিকার করায় খাদিজাতুল কোবরা এর হাতে বাইসাইকেল সহ মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এসময় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতেও পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।