বিডি ঢাকা অনলাইন ডেস্ক: “Root of life জীবনের মূল” একটি সামাজিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন “Root of life জীবনের মূল”সংগঠনের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ, সোনামসজিদ এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় বিনামূল্যে এলাকার প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
Root of Life-জীবনের মূল এর এডমিন আবু আব্দুল্লাহ কাফি, এডমিন মাসুদ রানা জুয়েল, কোষাধক্ষ্য লাবনী আক্তার,মডারেটর সিনথিয়া , বৃষ্টি, অহিদুল, তমা, সিয়াম আরো অনেকে উপস্থিত ছিলেন।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “Root of life জীবনের মূল” এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং “Root of life জীবনের মূল” সংগঠন থেকে সংগ্রহ করতে পারবো।