বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম পরিদর্শন করেছেন শিবগঞ্জের কৃতি সন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) সৈয়দ নূরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম। এসময় সাথে ছিলেন উপজেলা নিবাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। শনিবার দুপুরে পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় সৈয়দ নূরুল ইসলাম বলেন, শিবগঞ্জ উপজেলার আমের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে অনন্য উদাহরণ বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম। বাইরে থেকে দর্শনার্থীরা এলে আমের বিভিন্ন জাত সর্ম্পকে ধারণা পাবে। বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়াম স্থাপনে প্রশাসনের প্রশংসার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল গণি জোহা, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসুসহ অন্যরা।