বিডি ঢাকা ডট কম নিউজঃ
শিবগঞ্জে দিনব্যাপী বিনা মূলে বøাড গ্রুপিং, হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান ও বৃক্ষরোপন করা হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের দশ ভাইয়া ফাউন্ডেশন ও ডেলটা মেডিকেল সেন্টারের যৌথ আয়োজনে এবং শিশু ও নবজাতক বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হানের তত্ত¡াবধানে পারচৌকা গ্রামে মরহুম এমরান হোসেনের বাড়িতে দিন ব্যাপী এ সেবা প্রদান করা হয়। এখানে ২‘শ জনের রক্তের গ্রæপ নির্ণয় ও ২‘শ জন
রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা সেবা প্রদান করেন অর্থোপেডিক ও ট্রামা অভিজ্ঞ ডা: আব্দুল্লা হিল বাকী(অংকুর) এম বি বি এস(স্বাস্থ্য ডি অর্থো কোর্স, বি এসএম,এম ইউ(সাবেক ডিজি হাসপাতাল) এ সি পি এস্র(২য় পর্ব)অর্থোপেডিক। ডা: মো: মোস্তাফিজুর রহমান(রানা) এম, বি, বি, এস সি এম ইউ (বারডেম ঢাকা) ও ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক
জাহিদুল ইসলাম জাহিদ, অন্যদিকে রক্তের গ্রæপ নির্ণয়ে অংশ গ্রহন করেন রুট অফ লাইফ ও মনাকষা স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সদস্যরা। তারা প্রায় ২‘শ জনের রক্তের গ্রæপ নির্ণয় করেন। সহযোগিতায় ছিলেন ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি অলিউল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সংগঠনিক সম্পাদক ও ঢাবির রসায়ন
বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী শামসুল হক ড্যানি,বাংলাদেশ ছাত্রলীগ মনাকষা শাখার সভাপতি এমরান আলি, সাধারণ সম্পাদক শামীম রেজা। এ সময় আরো উপস্থিত ছিলেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডা: মাহফুজ রায়হান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ, উপদেষ্টা আব্দুল জলিল মাস্টার, সংশ্লিষ্ট ইউপি সদস্য মইনুর রহমান, আল মামুন, আব্দুল করিম, প্রমুখ।উল্লেখ্য যে এর আগে দশভাইয়া সরকারী গোরস্থানে বৃক্ষরোপন করা হয়।