বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হতদরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ওয়াটার সাপ্লাই মোড়স্থ ডেলটা মেডিকেল সেন্টারে অসহায় ও দু:স্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ রায়হান।
এসময় উপস্থিত ছিলেন, ডেলটা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুল ইসলাম জাহিদ, মেডিসিন ও রোগ হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মজিদ, গাইনী রোগ বিশেষজ্ঞ ও সর্জন ডাঃ আমেনা খাতুন শিউলী প্রমূখ।
ঔষধ বিতরণকালে ডাঃ মাহফুজ রায়হান বলেন, নানা জটিলতায় ভুগলেও অর্থের অভাবে চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ নেই এসব রোগীদের দ্বোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে ডেলটা মেডিকেল সেন্টার। যাতে কোন অসহায় মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সব সময় পাশে থাকবে ডেলটা মেডিকেল সেন্টার। আমরা যেনো সব সময় অসহায় ও হতদরিদ্র রোগীদের পাশে থেকে সেবা দিতে পারি সেই সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি