শিবগঞ্জ প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর পর বিকেলে ডাক বাংলো চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।এ সময় প্রধান বক্তা হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিকুল ইসলাম টুটুল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস বি বাবু,সাধারন সম্পাদক আ.ন ম আবদুল্লাহিল বাকি সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।