বিডি ঢাকা অনলাইন ডেস্ক: শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনক ও কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, চককীত্সতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অানোয়ার হাসান অানু মিঞা সহ অন্যরা। সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে আলোকপাত করা হয়।