বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে পরকীয়ার জেরে রুবেল হোসেন নামের যুবকের কব্জি কেটে নেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
আটক হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মৃত আয়েশ মন্ডলের ছেলে মো. মোশারফ হোসেন (৪৯)। গত মঙ্গলবার দিবাগত রাতে কয়লাবাড়ী মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এর আগে আহত রুবেলের ছোট ভাই আব্দুর রাকিব বাদী হয়ে মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় আটক মোশারফসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
আহত রুবেলের ছোট ভাই আব্দুর রাকিব জানান, তার বড়ভাই রুবেল হোসেনের হাতের কব্জি কেটে নেয়ার ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, রুবেলের কব্জি কেটে নেয়ার ঘটনায় তার ভাই আব্দুর রাকিব বাদী হয়ে একটি এজাহার দাখিলের প্রেক্ষিতে মঙ্গলবার রাতেই এজাহারভুক্ত আসামি মোশারফকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শাহাবাজপুর ইউনিয়নের এক গৃহবধূর সাথে রুবেলের পরকীয়া ছিল। এটি মেনে নিতে পারেনি ওই গৃহবধূর পরিবার। এরই জেরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গমভর্তি ট্রলি নিয়ে ধোবড়া যাবার সময় কলেজপাড়া এলাকায় ওই গৃহবধূর পরিবারের লোকজন রুবেলকে নামিয়ে গোড়াদহ বিলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে এবং ডান হাতের কব্জি কেটে ফেলে।
এদিকে আহত রুবেলের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।