বিডি ঢাকা অনলাইন ডেস্ক
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজিপাড়াস্থ বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়া গ্রামের মোঃ আব্দুল মোতালেব এর ছেলে মোঃ রাইহান আলী(২১)।
শুক্রবার সকালে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর হাজিপাড়াস্থ বাঁশ ঝাঁড়ে অভিযান চালিয়ে ১২৯ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সীম কার্ড উদ্ধার করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রজু করা হয়েছে।