শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশুবিবাহ প্রতিরোধে উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
১৫ই ডিসেম্বর (বুধবার) সকালে শিশু বিবাহ বন্ধে শিক্ষকদের ভুমিকা র্শীষক সভা ইউনিসেফ এর অর্থায়নে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভলোপমেন্ট ( এসিডি) এর বাস্তবায়নে আয়োজন করা হয়।
সভায় সভাপত্বি করেন শিবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন , সায়রা বেগম, UHFPO শিবগঞ্জ, আব্দুল মান্নান একাডেমিক সুপার ভাইজার শিবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস, শিবগঞ্জ, প্রোগ্রাম অফিসার এনামুল হক, এসিডি এবং শিবগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা।
আলোচনায় বক্তরা বলেন, আমরা শ্রেনিকক্ষে অভিভাবক সমাবেশ এবং যেখানে এই বিষয়ে জানালে শিশুবিবাহ প্রতিরোধ হবে বিশেষভাবে কাজে আসবে সেখালেই শিশু বিবাহের কুফল সম্পর্কে গুরুত্বের সাথে জানাতে হবে।
শিক্ষার্থীদের ভাল মন্দ বিষয়ে জানানো আমাদেরই দায়িত্ব। আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুবিবাহের কুফল, বাল্যবিবাহের আইন এবং শিশু বিবাহের ফলে শারিরীক এবং মানসিক স্বাস্থের ঝুকি সম্পর্কে বিস্তারিত জানাবো।
সমাজের শিক্ষকগণ নিজে দায়িত্ব নিয়ে শিশুবিবাহের কুফল এবং সচেতনতামূলক বার্তা প্রদান করেন তাহলে সকলে নিকটে গ্রহণযোগ্যতা পায় এবং শিশু বিবাহ প্রতিরোধে বিশেষ ভুমিকা রাখতে পারে