বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় প্রকল্পভুক্ত তিনটি গ্রামের ১৫ জন সদস্যকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের নগদ অর্থ ও সাইনবোর্ড প্রদান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঋণগ্রহীতাদের মধ্যে ৪ লাখ টাকা পুনঃবিনিয়োগ প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
ঋণগ্রহীতাদের মধ্যে রয়েছে- উপজেলার পূর্বশ্যামপুর নতুনগ্রাম প্রকল্পের পাঁচজন সদস্য, পূর্বশ্যামপুর মধ্যপাড়া প্রকল্পের পাঁচজন ও পূর্বশ্যামপুর প্রকল্পের পাঁচজন সদস্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ফিল্ড সুপারভাইজার শাহজালাল ও ইউনিয়ন সমাজকর্মী রাহাতুজ্জামানসহ অন্যরা।