বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

শিবগঞ্জে সমাজসেবা অফিসের অনুদানের চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা সমাজসেবা অফিস আরএসএস, আরএমসি এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন ও বিভিন্ন ধরনের রোগীদের আর্থিক সহায়তা, সুবিধাভোগীদের ভাতার বই ও দলিত হরিজনদের শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শোকসভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এ সমস্ত অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
শিবগঞ্জ সমাজসেবা অফিসের দেয়া তথ্য অনুযায়ী, আরএসএস কার্যক্রমের আওতায় বিনিয়োগকৃত ৯ লাখ টাকা ১৬ জনকে (প্রতিজনকে ৫০ হাজার টাকা); আরএমসি কার্যক্রমের আওতায় ৪ লাখ ১০ হাজার টাকা; প্রতিবন্ধী ও এসিডদগ্ধদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ২১ হাজার টাকা; লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন ধরনের রোগের ৬৩ জন রোগীকে মোট ৩১ লাখ ৫০ হাজার (প্রতিজনকে ৫০ হাজার) টাকার চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com