বিডি ঢাকা ডেস্ক
সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেযে বড় ধর্মীয় উৎসব। এ বছর শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৮টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে চলছে চলছে প্রতিমা তৈরীর কাজ। ব্যস্ত সময় পার করছেন মন্ডম তৈরীর কারিগরগণ। কাদা-মাটি, বাঁশ,খড়, সুতা দিয়ে শিল্পীর ছোয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দুর্গা প্রতিমা। এরপর শুরু হবে রং করার কাজ।
সরেজমিনে দেখা গেছে, মন্দিরগুলো সুদৃশ্য বিশাল প্যান্ডেল, তোরণ এবং বর্ণাঢ্য আলোকসজ্জার মাধ্যমে সজ্জিত করা হচ্ছে। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্টী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল দেবী বন্দনা, চলবে ৫দিন ব্যাপি অর্থাৎ দুই অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিসর্জন দেয়া হবে। শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী কুণাল মুখার্জী বলেন,শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়, আলোকসজ্জাসহ যাবতীয় কাজ খুব দ্রুত শেষ হওয়ার পথে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, বলেন সকল ধরনের নিরাপত্তার জন্য পুলিশের চৌকস দল নিয়োজিত থাকবে, ইতিমধ্যেই পূজা মন্ডপগুলোতে পুলিশ টহল দিচ্ছে, পূজা চলাকালীন সময়ে প্রতিটি ম-পে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী সনাতন হিন্দু সম্প্রদায়ের দুর্গ পূজা উপলক্ষে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হযেছে। প্রতিটি ইউপি চেয়ারম্যান ,মেম্বার কে নির্দেশ দেযা হয়েছে সঠিকভাবে তদারকী করার জন্য।