বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ধানবীজ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি এই বীজ বিতরণের আয়োজন করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে এই ধানবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানবীজ দেয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই প্রণোদনা দেয়া হয়।