বিডি ঢাকা অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
আমাদের শিবগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলার ১৫টি ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউপি চত্বরে ভিজিএফ’র চাল বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যানগণ। এদিকে চককীর্ত্তি ইউপিতে ভিজিএফ বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান (আনু মিঞা), দাইপুখুরিয়া ইউপি চত্বরে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন চেয়ারম্যান মো. আলোমগীর (রেজা) ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার সহ ইউপির সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারিগণ। প্রতি বছরের ন্যায় এবছর চককীর্ত্তি ইউপিতে ৫ হাজার ৬০টি পরিবারের জন্য চককীর্ত্তি ইউনিয়নের ৫০৬০টি পরিবারের জন্য ৫০.৬০ মেট্রিক টন, দাইপুখুরিয়া ইউনিয়নের ৫৪৬৫টি পরিবারের জন্য ৫৪.৬৫ মেট্রিক টন, ৩ হাজার ১৮টি পরিবার ও শ্যামপুর ইউনিয়নের ৫৫৮০টি পরিবারের জন্য ৫৫.৮০ মেট্রিক টন ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি জানান, ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের হতদরিদ্র, অসহায়-দুস্থ ৯ হাজার ৮৫৪ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৫ ও ৬ জুলাই ৪ ইউনিয়নে দুদিন ব্যাপী চাল বিতারণ করা হয়। ৬ জুলাই সকাল ৮ টার দিকে গোহালবাড়ি ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইয়াসিন আলী শাহ, মোঃ আফাজউদ্দিন পানু মিয়াসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। গোহালবাড়ি ইউনিয়নে দেয়া হয় ২হাজার ৬৩৫টি ও জামবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ৫ জুলাই সকাল ৮ টার দিক হতে ভোলাহাট সদর ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ পিয়ার জাহান, মোঃ মোজাম্মেল হক চুটুসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। সদর ইউনিয়নে ২ হাজার ৭১৫টি, দলদলী ইউনিয়নে ২ হাজার ৬৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চাল বিতরণ পরিদর্শন করেন।